
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত ১টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়াসহ ৩টি ইট ভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিনিয়র সহকারী সচিব মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ইউং ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটরোজিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. ইউসুফ, র্যাব-১৩, ফ্যায়ার সার্ভিসসহ স্থানীয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, উপজেলায় গড়ে ওঠা বেশির ভাগ ইটভাটা গুলোই অবৈধ। অভিযানের অংশ হিসেবে উপজেলার ধাপেরহাট মহাসড়ক সংলগ্ন একবারপুর মৌজার সরোয়ার হোসেন বিদ্যুৎ-এর বি.আর.বি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পাশ্ববর্তী এম.এস.বি ইটভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৮ লাখ টাকা এবং একই অপরাধে ইদ্রাকপুর ২টি ভাটায় ১০ লাখ মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেন। পর্যায়ক্রমে বাকি ইটভাটা গুলোতে অভিযান অব্যাহত থাকবে এমন কথা বলেছেন রংপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা।