গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সার্বিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাসরুুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা.আমির আলী, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, পলাশবাড়ীর ইউএনও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ।
সভায় আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জঙ্গিবাদ বিরোধী অভিযান, ওষুধের বিনিময় মূল্য, প্রাথমিক বিবাহ বিচ্ছেদ প্রতিরোধ, সহজবোধ্য যানবাহন চলাচল নিশ্চিতকরণ, ব্রহ্মপুত্র নদীতে হাইওয়ে পুলিশের নজরদারি, জলদস্যুদের ডাকাতি রোধ এবং ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ রোধ নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাঁর বক্তব্যে ঈদুল ফিতরের আগে জেলার সাতটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।