ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত ও আরও অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালের দিকে বাগদাদের তায়রান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইরাক নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন বাগদাদ অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজযাভি।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পরাজয়ের পর রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা একেবারে নজিরবিহীন। বাগদাদে সর্বশেষ এ ধরনের আত্মঘাতী হামলার ঘটনা ঘটে ২০১৮ সালের জানুয়ারিতে।