এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহোদর ভাইয়ের সাথে সংঘর্ষে আহত সালেহা বেগম চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ২ সহোদর ভাইকে গ্রেফতার করছে।
থানা সূত্রে জানা গেছে, ২৯ মে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামজীবন গ্রামের বাদশা মিয়ার স্ত্রী সালেহা বেগমের সাথে নিজপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সহোদর ভাই মমতাজ মিয়া ও ইয়াসিন আলী সংঘর্ষ বাধে। এতে সালেহা বেগম, বাদশা মিয়া, মমতাজ মিয়া ও ইয়াসিন আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সালেহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার মারা যান। এনিয়ে থানায় মামলা হয়েছে। সালেহা বেগম মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ শনিবার রাতেই হাসপাতাল থেকে মমতাজ মিয়া ও ইয়াসিন আলীকে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই সবুজ মিয়া জানান-দীর্ঘদিন থেকে সালেহা বেগম ক্যান্সার রোগে ভুগছিল। তাছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়। কোন কারণে সে মারা গেছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা বলা যাবে না। থানার ওসি আতিয়ার রহমান জানান-ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটিকে হত্যা বলা যাবে না।