
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
স্যাটেলাইট টেলিভিশন এস,এ টিভির ৮ম বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এআরএম আলিফ, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন ও সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।
এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন কাশেমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এসএ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়ছার প্লাবন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের প্রভাষক কাইয়ুম আজাদ, জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফুল আলম বাদশা, এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সিএনএন টিভির জেলা প্রতিনিধি ফারহান শেখ, বৈশাখি টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম।
এ সময় দীপ্ত টিভি জেলা প্রতিনিধি ভবতোষ রায় মোনা, মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি ফয়সাল রহমান জনি, দৈনিক বায়ান্ন পত্রিকার প্রতিনিধি সঞ্জয় সাহা,
সময় টিভির ষ্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু,গণকন্ঠের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ হারুন, দৈনিক দেশের কণ্ঠ জেলা প্রতিনিধি আমিনুর রহমান, ঢাকা ডায়লগ প্রতিনিধি রানা সরকার, গাইবান্ধা প্রতিদিনের নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান মিলন, দিন প্রতিদিনের রওশন হাবিব। এছাড়াও জনি শেখ, জিহাদ হক্কানী, ওবায়দুল, সাগর, রকি ও নুরসহ অনেকে উপস্থিত ছিলেন।