
কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।
মামলার বিবরণে বলা হয়, ভাবির সঙ্গে পরকীয়ায় বাধা দেয়ায় ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবি নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করেন।
প্রায় ১৩ বছর শুনানির পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যদিও বিলম্ব হয়েছে। কিন্তু ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আমরা মনে করি এটি সমাজে প্রতিক্রিয়া তৈরি করবে। অপরাধীরা নিজেকে এ ধরনের ঘটনায় যুক্ত করবে না বলে বিশ্বাস করি।’