অন্ধ, এতিম ও দুঃস্থ এবং অন্যান্য প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন , বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে সরকার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। সরকারের সকল সুবিধা জনগণের দৌড়গোরায় পৌছে দিতে ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অসহায় মানুষ গুলোর হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন । এসময় উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।