
গাইবান্ধা রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্র আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক রওশন আলম রোলেক্স এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, গাইবান্ধা উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের মো. মেহেদী আক্তার, গাইবান্ধা চেম্বার-অফ-কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান সাহান, সাংবাদিক উত্তম সরকার রূপান্তরের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মাস্তাফিজুর রহমান ও রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রওনক বর্মন প্রমূখ।
পল্লী উন্নয়ন এর নির্বাহী প্রধান রওশন আলম জানান সহিংসতা জঙ্গিবাদ প্রতিরোধ করোনা মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুশীল সমাজকে এবং এনজিও সমূহকে এ বিষয়ে ভূমিকা রাখার জন্য রাজশাহী ও রংপুর বিভাগের দশটি জেলায় দশটি এনজিও কাজ করছে এই কার্যক্রম গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত।