গাইবান্ধার পলাশবাড়ীতে নকল সার-বীজ বিক্রি ও মজুদ রাখার অপরাধে রুবেল মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সার ব্যবসায়ী রুবেলের আনোয়ার ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান ও তার গুদামঘরে মজুদকৃত বিভিন্ন কোম্পানির মোড়কে নকল সার, বীজ ও কীটনাশক দ্রব্যাদিসহ ব্যবসায়ী রুবেলকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে (সার বাস্তবায়ন আইন/২০০৬) অনুযায়ী ব্যবসায়ী রুবেল কে ২ লক্ষ টাকা জরিমানা করেন এবং জব্দকৃত কিছু মালামাল পুড়ে ফেলা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সরেজমিন স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন থেকে প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে নকল সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন। স্থানীয়রা আরও বলেন, কৃষি অফিসের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তাদের রুবেলের দোকানে আড্ডা দিতে দেখা যায়। ঘটনার দিনও একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে রুবেলের দোকানে বসে থাকতে দেখা যায়। এবিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতনমহল।