
গাইবান্ধা জেলা প্রশাসনের অভিযানে জেলার পলাশবাড়ী উপজেলার অবৈধ ভাটাগুলোর মধ্যে ৩টি ইটভাটা ধ্বংস ও ১০টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) দিনভর জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ব্যতীত নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে তিনটি ভাটা স্ক্যাপিটার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। ভেঙ্গে ফেলা ভাটা তিনটি হল- পলাশবাড়ী উপজেলার সাকোয়া এলাকায় এমসিবি, এমআরবি ও মহদীপুরের ঠুটিয়াপুকুরে এএফজে ভাটা।
অপরদিকে উপজেলার লোকালয়ে, কৃষিজ জমিতে নিয়মনীতি উপেক্ষা করে ভাটা স্থাপন, সরকারি রাজস্ব ফাঁকি, কৃষি জমির টপসোয়েল নষ্টকরণসহ নানা অপরাধে ১১টি ইটভাটা থেকে ১০টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর র্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনসূত্রে জানা যায়, জনস্বার্থে জেলাব্যাপী জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।