গাইবান্ধা জেলার একমাত্র ভারীশিল্প রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করা এবং আখ চাষীদের রক্ষার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি শনিবার দুপুরে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠন গাইবান্ধা জেলা শাখা র উদ্যোগে গাইবান্ধা জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সংগঠনটির নেতৃবৃন্দ ও কৃষদের উপস্থিতিতে মিছিলটি শহরের একাংশ প্রদক্ষিণ করে শহরের ১নং রেলগেটে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ বাসদ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সদরের সভাপতি গোলাম সাদেক লেবু, সম্পাদক মাহবুবর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার প্রমূখ।
এসময় বক্তাগণ বলেন, গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কৃষকদের একমাত্র অর্থকরী ফসল আখ। এই আখমাড়াই চিনিকল বন্ধ করা হলে এ কৃষকদের বাঁচানো যাবে না তাই তারা আখচাষীদের বাঁচাতে গাইবান্ধা জেলার একমাত্র ভারীশিল্প রংপুর চিনিকল সহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করার জোর দাবী জানায়।