গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনকে হুমকি দিয়ে বক্তৃতা দেয়ায় হুমকিদাতা মেয়র প্রার্থীকে গ্রেফতারের দাবি জানিয়ে শহরে যৌথ বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিকের অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনকে হুমকি দিয়ে বক্তৃতা দেয়ায় হুমকিদাতা স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের মতলুবর রহমানকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা।