গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইলেকট্রিকশিয়ান শ্রমিক ইউনিয়নের কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সুমন মিয়া সভাপতি নুরুন্নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোবিন্দগঞ্জ ইলেকট্রিকশিয়ান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৩৫২ এর মধ্যে ৩৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত সংগঠনের ১০ টি পদের মধ্যে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্ডিতা করেন। বাকি ৮টি পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় তাদের বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সভাপতি পদে মোঃ সুমন মিয়া চাকা মার্কা ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দি শ্রী রবিন রাজভর চেয়ার ৫৬ ভোট ও আবুল কালাম আজাদ রাসেল মোটর সাইকেল ৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুন্নবী ছাতা মার্কা ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মিঠু মন্ডল আনারস মার্কা পেয়েছেন ১৩৮ ভোট। অপর দিকে বিনা প্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সাইফ উদ্দিন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন রোমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মুন্নু, অর্থ সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান প্রধান, প্রচার সম্পাদক শিবলু মিয়া, কার্যকরি সদস্য শাহজাহান সরকার ও এমদাদুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, প্রিজাইডিং অফিসার ছিলেন শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের প্রভাষক শাহ মোঃ রফিকুল ইসলাম। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধায় জমঈয়তে আহসে হাদিস কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত