
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা, গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আশা। তবে ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হলো।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লিখেছেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১, ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছেন। তারমানে দু’দিন আগেই কাজ করেছি একসঙ্গে। সড়কদুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন।
এদিকে, রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।
লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও জানান তিনি।
শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সুবাদে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। তারপর থেকেই শোবিজে নিয়মিত কাজ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আশা অভিনয় করেছেন রোমান রুনির ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, কামরুজ্জামান পুতুলের টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’সহ বেশ কিছু নাটকে।