
নেশার টাকা না পেয়ে বালিশ চাপা দিয়ে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করে স্বামী ফিরোজ মন্ডল। এ অভিযোগে ঘাতক স্বামী ফিরোজকে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে রাজশাহীর পুটিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।
আটক ফিরোজ মণ্ডল পুঠিয়া উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকার লতিফ মণ্ডলের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাসের শিশুকন্যা সুমাইয়া খাতুন।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, ধারণা করা হচ্ছে সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় ফিরোজ আহমেদ তার স্ত্রী পলি বেগম ও মেয়ে ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাত দুইটার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।মরদেহ উদ্ধার করে পুঠিয়া থানায় নেয়া হয়েছে।
এসআই আরও জানান, ফিরোজ পেশায় অটোরিকশার চালক। তিনি নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই কলহ হতো।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।