গাইবন্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিতজাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ২ জানুয়ারি শনিবার জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবন্ধায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া অফিসার মো. আশরাফুল আলম, মো. ইকবাল হোসেন, প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধি ভাতা ও সুবর্ণ নাগরিকদের মাঝে বই বিতরণ করা হয়।