গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ কালীবাড়ী হাটের জলাবদ্ধতা, ড্রেনেজ সংস্কার, পয়ঃনিস্কাশনের ব্যবস্থা উন্নয়ন, গণশৌচাগার ও নলকুপ স্থাপন, সেড নির্মাণ ইত্যাদি দাবীতে উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশাল বিক্ষোভ র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জনতা ব্যাংক মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ব্যবসায়ীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে অংশ নেয়।
হাট-বাজার সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা প্রধান সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল মিয়া, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুসেল আহম্মেদ, দপ্তর সম্পাদক মানিক মন্ডল, চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনু মন্ডল, দোকান মালিক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল চৌধুরী, ব্যবসায়ী ও কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব কামিম, আব্দুস সোবহান, আঃ হালিম, রশিদুল ইসলাম, ছামছুল ইসলাম, এমদাদুল হক, আলামিন, আরিফ মিয়া ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালন করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহন সরকার।
বক্তারা উপজেলা প্রশাসনসহ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী সমূহ সমাধানে জরুরী হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, সমস্যার সমাধান না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।