গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মাননীয় সংসদ সদস্যের সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির রঞ্জু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিপুল, কামারদহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক চঞ্চল সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার ও সাকিব খান লেবুসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।