গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়রের নেতৃত্বে গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার বিকেলে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল গাইবান্ধা বাসষ্টান্ড থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ নেতা বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, তাতীলীগ সভাপতি আকতারুজ্জামান প্রধান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহামুদ সজিব, যুবলীগ নেতা আরিফুজ্জামান পল্লব, ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।