পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন।
গতকাল রোববার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন অবশ্য সেনাবাহিনীর চেয়ে নিহতের সংখ্যা বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। খবর. আলজাজিরা।