1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা গাইবান্ধায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর আওতায় মেধাবিকাশ বৃত্তি প্রদান গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার পীরগঞ্জে আবাদি জমির মাটি কাটা নিয়ে বিতর্ক: প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি জমি নষ্টের অভিযোগ ‎২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ, লালমনিরহাটে বিজিবির বড় সাফল্য তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

নারী বন্দিদের জন্য নান্দনিক কারাগার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬ বার পড়া হয়েছে

‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’ নামে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতর নারী বন্দিদের জন্য পৃথক আরেকটি কারাগার নির্মাণ করেছে কারা অধিদপ্তর। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কারাগারটি আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে নারী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি নারী কেন্দ্রীয় কারাগার রয়েছে। এটি নারীদের জন্য প্রথম পৃথক কারাগার। এখন কেরানীগঞ্জের নারী কেন্দ্রীয় কারাগারটি হবে দ্বিতীয়। এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে। ফলে ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নিতে হবে না।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পূর্ব-উত্তর কোণে রয়েছে নবনির্মিত নারী কেন্দ্রীয় কারাগার। শনিবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ফটকের সামনে বিভিন্ন রঙের ফুল এবং বেলুন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ফটক থেকে কারাগারের ভেতর বন্দিদের ভবনে যাওয়ার রাস্তায় আল্পনা আঁকছেন কারা কর্তৃপক্ষের লোকজন। কারাগারের উত্তর পাশে রয়েছে নান্দনিক নকশার চারতলার একটি ভবন। নাম বেগম রোকেয়া বন্দি ব্যারাক। এ ব্যারাকে ১৬টি ওয়ার্ডে ৩০০ জন বন্দি একসঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে। নতুন এ কারাগারটি পরিচালনা করবেন কারা অধিদফতরের নারী কর্মকর্তা-কর্মচারীরা।

দক্ষিণ পাশে রয়েছে পুকুর সংলগ্ন আরেকটি ভবন। নাম ইলা মিত্র সেন ভবন। এখানে ২৮টি কক্ষ রয়েছে। এর পাশেই রয়েছে সুলতানা রাজিয়া ডিভিশনাল ভবন। সেখানে ১০ জন ভিআইপি বন্দি থাকার ব্যবস্থা রয়েছে। এর পাশেই ডা. কাদম্বিনী মেডিকেল কারা হাসপাতাল। এ ছাড়া কারাগারের ভেতর বিশাল মাঠ পেরিয়ে দক্ষিণ-পশ্চিম কোনে রয়েছে মানসিক রোগীদের জন্য মেন্টাল ওয়ার্ড, ওয়াশিং প্লান্ট, শহীদ জননী জাহানারা ইমাম গ্রন্থাগার। পশ্চিম ব্লকে রয়েছে প্রীতিলতা কিশোরী ভবন। এই ভবনে ১৮ বছরের কম বয়সের কিশোরী বন্দিদের প্রাথমিকভাবে রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত মার্চে নারী কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ শেষে তা কারা অধিদফতরকে বুঝিয়ে দেন প্রকল্প পরিচালক জুহুরুল আলম চৌধুরী। তিনি জাগো নিউজকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের প্রায় ৩০ একর জায়গায় নারী বন্দিদের জন্য ওই কারাগারটি নির্মাণ করা হয়। সেখানে নারীদের জন্য আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। রয়েছে বিশাল মাঠ, লেক, ফুলের বাগান ও গ্রন্থাগার। এসব সুযোগ-সুবিধা বন্দিদের ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলে আশা করি।

নারী কেন্দ্রীয় কারাগারের সার্বিক কর্মকাণ্ড তদারকি করছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, নারী বন্দিদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে এ কারাগারটি উদ্বোধনের পর কাশিমপুরসহ দেশের বিভিন্ন কারাগার থেকে নারী বন্দিদের কেরানীগঞ্জে নিয়ে আসা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft