
গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে কাঁপছে পুরো ক্রিকেট বিশ্ব। বাদ যায়নি ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। সংস্থাটি নিজস্ব ফেসবুক পেজের কভার ফটোতে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ জয়ের আনন্দের ছবি দিয়েছে আইসিসি।
শুধুমাত্র মাহমুদুল্লাহ’র ছবিই নয়, আইসিসি নিজেদের টাইমলাইনে বিভিন্ন সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুুদুল্লাহ’র ব্যাটিং-এর ভিডিও দিচ্ছে। ভিডিও গুলোর ক্যাপশনও দিচ্ছে। একটি ক্যাপশন ছিলো এমন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল জয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখেন সাকিব ও মাহমুদুল্লাহ। ম্যাচ সেরা সাকিব ১১৪ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১০২ রান করেন। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। আজ ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে বিশ্ব র্যাংকিং ছয় নম্বরে থাকা দল বাংলাদেশ।