তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় তুরস্ক। এ লক্ষে দু’পক্ষের গোয়েন্দা পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, ইসরাইলের সঙ্গে কখনোই আমরা সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করিনি। বর্তমানে দেশটির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আমাদের প্রধান সমস্যা।
গত শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজ আদায়ের পর তিনি আরও বলেন, ফিলিস্তিনি নীতি থেকে প্রত্যাবর্তনের কোনো সুযোগ আমাদের নেই। ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের নীতি মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। তাদের নির্দয় কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‘ইসরাইলের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতানৈক্য বা সমস্যা না থাকলে আমাদের সম্পর্ক ভিন্ন হতে পারতো।’ বলেন এরদোয়ান।
তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় তুরস্ক। আমরা আমাদের সম্পর্ককে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।
যদিও, সম্প্রতি বিভিন্ন খবরে দাবি করা হয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুরস্ক এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন।
ইসরাইল এবং তুরস্কের ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সম্প্রতি আর্মেনিয়ার দখল থেকে নার্গোনো-কারাবাখ উদ্ধার করে আজারবাইজান।
ইসরাইলি ওয়েবসাইট ওয়ালা জানায়, গেল সপ্তাহের শুরুতে আলিয়েভ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এরদোয়ানকে আহ্বান জানান এবং বিভিন্ন পরামর্শ দেন।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীও গেল সপ্তাহে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীকে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যকার বিভেদ সংক্রান্ত কিছু বিষয় উত্থাপনের জন্য আহ্বান জানান। বলেন, বাকু দুই মিত্রদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আগ্রহী। সূত্র: আল জাজিরা।