গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেল চাকল এন্তাজ আলী বিশ্বাস (৪৭) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢোলভাংগা ফুটানি বাজার এলাকায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢোলভাংগা (ফুটানি বাজারের মাথায়) অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হলে মোটরসাইকেল চালক এন্তাজ আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত এন্তাজ বিশ্বাস যশোর জেলার কেশবপুর থানার মির্জানগর পুর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইট ভাটায় ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।