গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিমুল মিয়া (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ফুল পুকুরিয়া বাজার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শিমুল মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেয়ারহাট (মুন্নাপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মুতল্লির ছেলে ও পেশায় একজন কৃষক।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আফজাল হোসেন বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার গোমানিগঞ্জ (নেংড়াবাজার) এলাকায় রাস্তার পাশের ধান ক্ষেতে শিমুলকে বস্তাবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার মুখ খুলে তাকে রিকশা-ভ্যানে করে ফুল পুকুরিয়া বাজারে নেওয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিমুলের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিমুলের ডান পা পিটিয়ে ভেঙে দিয়েছে। এছাড়া তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, এটি হত্যাকান্ড নিশ্চিত হওয়া গেলেও কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া যে গাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে সেটিও শনাক্ত বা জব্দ করা সম্ভব হয়নি।