
মোঃ আলমগীর ইসলাম ,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনকে ঘিরে দিনাজপুরের বিরামপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে বিকেল চারটায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আক্কাস আলীকে সাথে নিয়ে স্থানীয় সাংসদ শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় মনোনয়নপত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হুমায়ন কবীর নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। আজ রবিবার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে লিয়াকত আলী সরকার টুটুল, মুশফিকুর রহমান, আজাদুল ইসলাম আজাদ, নুরূজ্জামান সরকার সহ ৬ জন, কাউন্সিলর পুরুষ পদে ৩২ জন, মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।