গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয পার্টির কেন্দ্রীয় নেতা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আহবায়ক কাজী মশিউর রহমান বলেছেন, দেশের মানুষ কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না, তেমনি দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে নি¤œ আয়ের মানুষের নাভিঃস্বাস উঠেছে। এসব বাজার মনিটরিং করার কোন প্রক্রিয়া সরকারের নেই। পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলে কর্ষৃক পেয়েছে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, দ্রব্য মূল্যের বাজার ছিল নি¤œ আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এখন সময় এসেছে জাতীয় পার্টির ৯ বৎসরের শাসনামলের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে সকলস্তরের নেতা কর্মীকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার শিবের বাজার বালিকা বিদ্যালয় মাঠে হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য স্বচিব আলহাজ্ব ছাদেকুল ইসলাম প্রধান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা, আনিছুর রহমান, আব্দুস সোবাহান বাদশা, নুরুল ইসলাম, ইবনে ফজল হক আকন্দ, সেকেন্দার আলী প্রমূখ।
সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সেকেন্দার আলী সভাপতি, দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।