
মোংলায় হরিণের মাংস পাচারকালে ২৫ কেজি মাংসসহ চার দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মোংলা থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ তাদের ব্যবহার করা দুইটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মোটরসাইকেল করে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে নজরদারিতে থাকা এএসআই সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়।
এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাকৃতরা হলো- জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)। তাদের বাড়ি মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।