
টিকিট চেকিংকে কেন্দ্র রাজশাহীতে ট্রাফিক পুলিশের হাতে মারাত্মক ভাবে জখম হয়েছেন এক পুলিশ সদস্য। সেসময় আরএনবি সদস্যেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক পুলিশকে দেখে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমিও পুলিশ সদস্য।’
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে থানায় এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলাটি দায়ের করা হয়েছে। এতে নির্যাতনে অংশ নেয়া আরএনবির চারজনসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন-আরএনবির নায়েক কাইয়ুম আলী, সিপাহী শাহিন আলম, মিজানুর রহমান ও বেলাল হোসেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মারধরের শিকার পুলিশ সদস্যের নাম রিয়াজ হাসান (৩৫)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
এর আগে, গত বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনি মারধরের শিকার হন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েই তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে আরএনবির চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা অপ্রীতিকর। বিষয়টি শোনার পর জড়িতদের ডিউটি অফ করার নির্দেশ দিয়েছি এবং তাদের সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে দুজন সহকারী কমান্ডেন্ট শাহ আলম মোল্লা (সদর) ও আতাউর রহমান পোকশীর সমন্বয়ে একটি তদন্ত কমিটি করেছি। ৭ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমাদানের নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হবে।’