গাইবান্ধার গোবিন্দগঞ্জে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে শহর প্রদক্ষিন করে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপ দপ্তর সম্পাদক শিক্ষানুবীশ এ্যাড. মাহমুদুল হাসান মন্ডল মাসুদ, শালমারা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়ুব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্নঃ সম্পাদক আজম সরকার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, জালাল উদ্দিন রুমি, গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মানিক মিয়া, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার, শফিউল আলম হিরু, ফরহাদ আলী, সাকিব খান লেবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি চক্র গুজব ছড়িয়ে উসকানি দিয়ে সাধারণ মানুষকে বিপথমুখী করছে। ওইসব গুজবকারীদের কোন ভাবেই ছাড়া দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাতীলীগসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।