1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের এনসিপি’র ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নিতে পারবেন না : নির্বাচন কমিশনার জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ রংপুরে সমাবেশে যাবার পথে তারেক রহমানের পলাশবাড়ীতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি ফুলছড়িতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন মেক্সিকোতে ফুটবল খেলায় সশস্ত্র হামলা: নিহত ১১, গ্রেফতার ৩

ব্রেইনটিউমারে আক্রান্ত পলাশবাড়ীর হতদরিদ্র রিক্সাচালক পরিবারের শিশু সন্তান সোলাইমানের চিকিৎসায় আর্থিক সহায়তার মানবিক আবেদন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে
হতদরিদ্র রিক্সাচালক সোহেল মিয়া। বাড়ী বলতে এক চিলতে মাথাগোঁজার ঠাই। পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামে। পেশায় রিক্সচালক সোহেল তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জমানো বলতে তার কিছুই নেই। করোনার এই সময় রিক্সা চালাতে না পেয়ে হাতে যা কিছু ছিল তা অনেক আগেই শেষ করেছেন। উপরন্তু ধার দেনায় বেড়েছে সাংসারিক নানা অশান্তি। যেন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এখানেই শেষ নয়। এর উপর মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ব্যয়বহুল ওষুধ-পথ্য ও মেডিকেলে যাতায়াতের পাশাপাশি অপারেশন ব্যয়। হাসপাতালের বিভিন্ন ত্রুটি ছাড়াও অজানা কারণে সোলাইমানের চতুর্থবারের মত অপারেশন জরুরি হয়ে পড়েছে। ৫ মাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোলাইমানের বাবা-মা দীর্ঘ সময় সন্তানের সেবা-সুস্থ্যতায় রীতিমতো হাঁফিয়ে উঠেছেন। দানশীল বিত্তশালীদের নিকট আর্থিক সহায়তার মানবিক আবেদন জানিয়েছেন।
বরাবরই মানবিক মানুষের কল্যাণ সহায়তায় সোলাই মানের চিকিৎসা চলে আসছিল। পূনরায় চিকিৎসা ব্যয় মেটাতে ৫ সদস্য পরিবারের কর্তা অসহায় রিক্সাচালক বাবা সোহেল ও মা মেরিনা দম্পতি দিশাহারা হয়ে পড়েছেন। ইতোমধ্যেই পৌরশহরের জামালপুর একই গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের সাংসদ এড.উম্মে কুলসুম স্মৃতি অসহায়ের চিকিৎসা ব্যয়ে নগদ ১২ হাজার টাকা ছাড়াও চিকিৎসকদের সাথে শিশু সোলাইমানের স্বাস্থগত খোুজখবরসহ ওষুধপত্র ব্যয়ের বিষয়টি সার্বক্ষণিক নজরে রেখেছেন। সর্বসাকুল্যে সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হলেও আরও প্রয়োজন হয়ে পড়েছে প্রায় দুই লাখ টাকার। সাত বছরের মেয়ে সুমাইয়ার জন্মের দু’বছর পর সোহেল দম্পতির ঘরে জন্ম নেয়া যমজ দু’ভাই-বোনের একজন ৫ বছর বয়সি ছেলে সোলাইমান। যমজ বোন সুরাইয়া সুস্থ্য থাকলেও সাড়ে ৩ বছর বয়সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয় ভাই সোলাইমান। বাবা-মা জানান আপনাদের সহানুভূতির সহায়তা ছাড়া চিকিৎসা ব্যয় যোগানের বিকল্প আর কোন পথ খোলা নেই তাদের সামনে।
রংপুর মেডিকেলে কর্তব্যরত সোলাইমানের চিকিৎসক ডা.তোফায়েল হোসেন এবং ডা.রাজকুমারের উদ্ধৃতি দিয়ে সোলাইমানের পরিবার জানান, অপারেশনটি জরুরি হয়ে পড়েছে। নচেৎ তার জীবন বিপন্ন হবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যেই দেড় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। চতুর্থবারের মত টিউমার অপারেশনসহ অন্যান্য ব্যয় মেটাতে আবারো মোটা অংকের অর্থের প্রয়োজন।
দুর্দশাগ্রস্ত পরিবারটি সমাজের সর্বস্তরের দানশীল দয়ালু ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বিত্তশালী-স্বচ্ছল ব্যবসায়ি, রাজনীতিক, ব্যাংক-বীমা, জিও-এনজিও সংস্থা, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কামনা করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা : মো: সোলাইমান আলী, প্রযত্নে পিতা:মো:সোহেল মিয়া-মোবা: 01314 17 50 18 (বিকাশ : 01314 17 50 18)।
বি.দ্র.-পরিবারটিকে মানবিক সহায়তা পেতে পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft