হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে আগমন প্রতিহত করতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকা এবং হাটহাজারীতে অবস্থান নিয়েছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ করছেন সংগঠন দু’টির কয়েকশ নেতাকর্মী। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে হাটহাজারীতে সড়ক অবরোধ করা হয়েছে।
বঙ্গবন্ধুর ভাষ্কর্য নদীতে ফেলে দেওয়ার হুমকিসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হেফাজত নেতা মামুনুল ইসলামের চট্টগ্রামে আগমন প্রতিহত করার ঘোষণা দিয়ে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করে প্রতিবাদ সমাবেশ করছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি সংবাদ মাধ্যম কে বলেন, যেখানেই মামুনুল হক সেখানই প্রতিরোধ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দাতা মামুনুল হককে কোনভাবেই চট্টগ্রামের মাটিতে পা রাখতে দেওয়া হবে না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মামুনুল হককে হাটহাজারীতে আগমন প্রতিহত করতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং জেলা পুলিশ।