সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার পলাশবাড়ীর স্বাস্থ্য ও পঃ পঃ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।
১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ২০১৮ সালের তৎকালীন স্বাস্থ্য মন্ত্রীর প্রতিশ্রুতি এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীর কর্মসূচি পালন করেছেন।
কর্মবিরতি অনুষ্ঠানে বেতন বৈষম্যের দাবিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি রোকনুজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আবুল আলা, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার, কোষাধক্ষ্য মোস্তাফিজার রহমান ও প্রচার সম্পাদক আল-আমিন প্রধান।
বক্তারা বলেন, উপজেলায় ৪০টি পদ থাকলেও কর্মরত আছে ২৯ জন। সহকারী স্বাস্থ্য পরিদর্শকের পদ ৮ জন থাকলেও কর্মরত আছেন ৩ জন ও স্বাস্থ্য পরিদর্শক পদ ৩ টি থাকলে আছেন মাত্র ১ জন। দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারীদের পদ শূণ্য থাকায় অতিরিক্ত দায়ীত্ব পালন করছে। স্বাস্থ্য সহকারীরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপর দাবী দাওয়া নিয়ে সু-দৃষ্টি কামনা করছে।