করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী ১০ হাজার মাস্ক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ নভেম্বর বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ সড়কে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। ওই সড়কে চলাচলকারী অটোবাইক, রিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে উদ্বোধনী দিনে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার উপর গুরুত্বরোপ করেন এবং সকলকে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, টিআই নুর আলম সিদ্দিক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
উলেখ্য, জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণের মধ্যে পর্যায়ক্রমে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।