গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল কাজের স্বীকৃতিসহ বেতন বৈষম্য দূরীকরণে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু হয়। এতে উপজেলার ২২ টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলন কর্মসূচিতে সেবা প্রদানে কর্মবিরতি ঘোষনা করায় প্রান্তিক পর্যায়ে সেবা প্রত্যাশীরা কাঙ্খিক সেবা না পেয়ে হতাশা নিয়ে বাড়ী ফিরছে, সেই সাথে টিকাদান কার্যক্রমও মারাত্বক ভাবে ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক প্রমুখ।