আসন্ন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী ( নারিকেল গাছ) মোঃ গোলাম সরোয়ার প্রধান বিপ্লব পলাশবাড়ী প্রেসক্লাবে এক মতবিনিময় সভার অায়োজন করেন। অাজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, অামি নির্বাচিত হলে পৌরবাসীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করব। পৌরসভার রাস্তা- ঘাট, হাট- বাজার, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানিয় – জল সরবরাহসহ পলাশবাড়ী পৌরসভাকে একটি অাধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলব। পৌরসভার ব্যাপক উন্নয়ন দরকার। অামি পৌরসভার উন্নয়নে কাজ করে যাব। অাপনাদের দাবী প্রেসক্লাবের উন্নয়নে কেউ এগিয়ে অাসেনা। অামি কথা দিচ্ছি অাপনাদের প্রেসক্লাবের উন্নয়নেও এগিয়ে অাসব ইনশাআল্লাহ। অাপনারা সাংবাদিকেরা সমাজের দর্পন, অাপনাদের লিখনীর মাধ্যমে অামাকে সহযোগিতা করবেন। অামি পৌরসভা বাস্তবায়ন করে অাজ ভোটের মুখোমুখি করেছি। এই পৌরসভা বাস্তবায়নে অামার অবদান সবার চেয়ে বেশি। সেজন্য পৌরসভাবাসীর নিকট অামি একটু বেশি কিছু অাশা করতেই পারি। পৌরসভার নারী- পুরুষ অামাকে এত বেশি ভালোবাসে অামার জানা ছিল না। যেখানেই গিয়েছি সকলেই বলেছেন, ” বাবা তোমার কোন চিন্তা নাই”। অামার গা- হাত মাথায় হাত বুলিয়ে সকল ভোটার দোয়া করে। অামি তাদের এ ঋণ শোধ করব কি দিয়ে? ভোটার চাচা, জ্যাঠা, খালা, চাচী, মা- বোনদের অামার প্রতি ভালবাসা দেখে চোখে জল এসে যায়।
প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস মিয়া প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন।