গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শাপলা (৫০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে উপজেলার মহদীপুর ইউপির ঢোলভাঙ্গা বাজারে।
জানা যায়, উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আদম আলী (৫৫) এর সাথে তার আপন ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরইধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে ঢোলভাঙ্গা বাজারের জিয়া টেইলারিং এর সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাটির সূত্র পাত হয়। এক পর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি কেচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকে দেয়। গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।