গাইবান্ধার পলাশবাড়িতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে। ২৩ নভেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক না পড়ে বেচাকেনা ও ঘোরাফেরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটে রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ এর ধারায় ৮ জন ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে ১ জনসহ মোট ৯ জনকে পৃথক ৯টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক কর বলেন, দেশে শীতের আগমনের সাথে সাথে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আশঙ্খাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যেকারণে স্বাস্থ্য বিভাগ করোনার দ্বিতীয় স্রোত হিসেবে অবহিত করছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় নতুন স্বাভাবিক জীবন-যাপনের প্রতি সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় লকডাউনে না গিয়ে সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।