
অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে ‘কবিতা জাগাবে প্রাণ, হৃদয় মাঝে গান’ শিরোনামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শনিবার (২১ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অনুষ্ঠানে একক, বৃন্দ কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। সংগঠনের শিল্পীরা এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সরোজ দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উদীচী’র সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, কণ্ঠশিল্পী শাহ্ মশিউর রহমান, প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য রিকতু প্রসাদ এবং সংগঠনের পরিচালক আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু।
এতে ‘নারী খুঁজে নেবে নিরাপত্তার আশ্রয়’ একটি কবিতার উপর ব্যতিক্রমি নৃত্য পরিবেশন করে শারমিন সুলতানা সুরভী সবার প্রশংসা কুড়ান। গান, কবিতায় অংশ নেন, শিপ্রা প্রামাণিক, রনজিৎ সরকার, আহামেদুল ইসলাম সঞ্জু, পত্রলেখা দাশ তুনতুন, তাসনিয়া, বিপা, নিকিতা, দীঘি, মৃত্তিকা, ত্বসিন, অর্ণব, জয়িতা, অত্রি, জয়িতা-২, রুপন্তি, মারিয়া, ও মোনালী।
আধুনিক যন্ত্রপাতি ছাড়াও ঢোল, বাঁশি, দোতরার ব্যবহার অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা দেয়। যন্ত্রে অংশ নেন, ঢোলে নীহার রঞ্জন বর্মণ, বাঁশিতে বিপিণ চন্দ্র , দোতরায় রফিকুল ইসলাম, কী বোর্ডে , এসএম স্বাধীন, তবলায় লিটন কুমার সরকার, পারকেশনে সিরাজুল ইসলাম সোনা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাশ দেবু ও জারিণ তাসনিম বিপা। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।