
করোনা যুদ্ধে টিকে থাকতে হলে মাস্ক পরতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় একটি ব্রীজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারে আমলে যে সকল উন্নয়ন কাজ হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।’
সূত্র: ইউএনবি