গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কাটামোড় নামক স্থানে ঢাকা গামী শ্যামলী এন.আর ট্রাভেলসে গাইবান্ধা জেলার ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে ২ (দুই) যাত্রীর দেহ থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার ডিবি পুলিশের জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ ইং ১৮/১১/২০২০ খ্রিঃ তারিখ ২২.০৫ ঘটিকার সময় কাটারমোড় নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহন থামাইয়া তল্লাশি চালানোর সময় যাত্রী মোঃ রাশেদ (২৭) পিং-মোঃ জয়নাল আবেদীন, সাং-দক্ষিণ বাসুদেবপুর, থানা-ফুলবাড়ীর শরীরে বিশেষ কায়দায় তৈরী নেভিব্লু রংয়ের কটির ভিতরে ৪০ বোতল ফেন্সিডিল এবং শ্রী শংকর রায়ভভ্য (২৮) পিং-শ্রী মহেন্দ্র রায়, সাং- রামচন্দ্রপুর, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরের শরীরে বিশেষ কায়দায় তৈরী নেভিব্লু রংয়ের কটির ভিতরে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সরনীর ১৩(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধ করায় আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৪৯,তারিখ-১৯/১১/২০২০ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ সারণির ১৩(গ)/১৪(গ)/৪১ ধারার দায়ের করা হয়েছে।