দিনাজপুরের বিরামপুরে ২০২০-২১ অর্থ বছরে চলতি মৌসুমে কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভূট্টা, সরিষা, পেঁয়াজ ও গৃষ্মকালীন মূগডাল চাষে নির্বাচিত (অগ্রাধিকার তালিকাভূক্ত) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরনাদি (ভূট্টাবীজ ও সার) বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, মো. হারুনুর রশিদ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে অত্র উপজেলার ৩’শ ৭০জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ॥