
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালুু উত্তোলনের স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জন ব্যাক্তির ৪লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের সরঞ্জামাদী জব্দ করা হয়েছে ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুর ইসলাম ও পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আফতাবুজামান আল ইমরান ও পীরগঞ্জ থানা অপারেশন অফিসার ফোর্সের সহযোগীতায় রোববার উপজেলার করতোয়া নদী সংলগ্ন পারবোয়াল মারী, মোনাইল ও জৈয়ন্তিপুর এর ঘাটে এ ভ্রাম্যমান অভিযান চালান । এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত কতিপয় অসাধু বালু ব্যবসায়ীদের বালু উত্তোলনের সরঞ্জামাদী জব্দ ও ৪ লক্ষ ৫০ হাজার জরিমানা করেন। সুত্র জানায়, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে ।