
সাইবার জগতে নারীরা নানামুখি হয়রানির স্বীকার হচ্ছে। এবার নারীদেরকে সাইবার হয়রানি থেকে বাঁচানোর জন্য পুলিশ নতুন ইউনিট চালু করেছে।
সোমবার(১৬ নভেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনে আনুষ্ঠানিক এই ইউনিটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
তিনি বলেন, নারী পুলিশ কর্মকর্তারাই এই ইউনিটে কাজ করবে। তারা সাইবার সংক্রান্ত অভিযোগের কল রিসিভ করবেন এবং ভুক্তভোগীকে তাৎক্ষণিক করণীয় ও সহায়তার পরামর্শ দেবেন।
আইজিপি বলেন, দেশ-কালের সীমা পেরিয়ে সাইবার অপরাধ সংঘটিত হয়। অপরাধীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে অপরাধ করে থাকে।
বাংলাদেশে এই সংক্রান্ত অপরাধের অভিযোগে সংশ্লিষ্ট আইনে এখন পর্যন্ত ছয় হাজার ৯৯টি মামলা করা হয়েছে। এসব ঘটনার বেশির ভাগ ভুক্তভোগী নারী।”
সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে নতুন এই ইউনিটের কার্যক্রম চলবে। এর জন্য একটি ফেইসবুক পেজ, ইমেইল আইডি ও হটলাইন চালু হয়েছে।
সাইরার অপরাধ রোধে গণমানুষকে পুলিশের কাজে সহায়তা করতে আহ্বান জানান আইজিপি বেনজীর আহমেদ।
সাইবার অপরাধের শিকার যে কেউ – cybrsupport.women@police.gov.bd মেইল করে বা হটলাইন- ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারে।