
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে
শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দালির ছেলে রাজাউল, মা রেখা বেগম (৪০) ও তার ৮ম শ্রেণি পড়ুয়া নাতি সুজন (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রেখা বেগম তার ছেলে রাজাউল ও নাতি সুজনকে নিয়ে বাড়ির পাশের ডোবা জমিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে মাছ ধরতে যায়। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুৎ-এর তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু জানান, দীর্ঘদিন ধরে ওই জমির ওপর দিয়ে বাঁশের খুঁটিতে ঝুলন্ত তারে পল্লী বিদ্যুতের সংযোগ নেয় প্রতিবেশীরা। কয়েকদিন আগে বাঁশের খুঁটি ভেঙে জমিতে বিদ্যুতের তার পড়ে যায়। কিন্তু বিষয়টি জানা না থাকায় সেই তারে জড়িয়ে মা ও ছেলেসহ একই পরিবারের তিন জনের এই মৃত্যুর ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে।
এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।