কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার ভোরে ভারতীয় সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এক সৈন্য ও তিন বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
সীমান্ত টহল সৈন্যরা গুলি করে তিন সন্দেহভাজন বিদ্রোহীকে হত্যা করেছে। এরা পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারত শাসিত কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা করে।
বিবৃতিতে বলা হয়, এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ভারতের এক সৈন্য নিহত হয়।
খবর এএফপি’র।
ভারত শাসিত কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সৈন্য তিন বিদ্রোহীকে হত্যা করার এক দিন পরেই সর্বশেষ এই ঘটনাটি ঘটল।সূত্র- বাসস