গাইবান্ধার সাদুল্লাপুরের গাঁজা গডফাদার হিসেবে খ্যাত ধাপেরহাটের হাসানপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫২) কে আটক করেছে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ। ৯ নভেম্বর সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম নিজ বাড়ী থেকে তাকে আধা কেজি গাঁজাসহ আটক করে।
তাকে আটকের বিষয়ে ডিবি পুলিশের ইন্সপেক্টর গোফ্ফার আলী জানান, গত কয়েক দিনের দীর্ঘ অভিযানের অংশ হিসেবে আজ তাকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
গাইবান্ধা জেলা ডিবি ওসি মুজিবর রহমান জানান, ইন্সপেক্টর গোফ্ফার, রায়হান, নওশাদ আলীসহ ডিবি পুলিশের একট টিম আধা কেজি গাঁজাসহ জহুরুলকে আটক করেছে।
এলাকাবাসী জানান, জহুরুল এলাকায় গাঁজারু জহুরুল নামে পরিচিত। বহুবছর ধরে সে এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকায় তরুণ প্রজন্মের ছেলেদের সে গাঁজাসেবি বানিয়ে ফেলেছে। তাদের সংসারে অশান্তি ডেকে এনেছে, ছোট ছোট ছেলেদের দ্বারা লাম ছাম কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে এবং মহিলা মানুষ দিয়ে ব্যবসা করে কোটি বনে গেছে। তার বাড়ি এখন বহুতল ভবনে পরিণত হয়েছে। স্থানীয় কিছু মিনি মাইস লোক ও আত্তীয়করণের সুবাদ গড়িয়ে ধুমধাড়াক্কায় চলছে তার গাঁজার ব্যবসা। সচেতন ছেলেরা প্রতিবাদ করলে গাঁজা দিয়ে ধরিয়ে দেবে মর্মে হুমকি দিয়ে থাকে। তার স্ত্রী এবং সে ডজন খানেক মামলার আসামি হওয়া সত্ত্বেও আইনের ফাঁক ফোঁকর দিয়ে বারবার বেরিয়ে এসে চালিয়ে যাচ্ছে তার গাঁজার ব্যবসা। তার আটকের খবরে এলাকায় চলছে উৎসবের আমেজ।