সারা বিশ্বে ২য় বারের মতো মারাত্মক ভাবে হানা দিচ্ছে করোনা ভাইরাস। আর এর লক্ষ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে ২য় বারের মতো লকডাউনে গেছে। আসন্ন শীতকালে করোনার ২য় ওয়েব ঠেকাতে বিভিন্ন দেশের সরকার তাই বদ্ধ পরিকর। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় পর্তুগাল আগামীকাল সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করছে।
এর আগে দেশটিতে করোনা মহামারির কারণে জরুরি অবস্থা জারি করা হয়। আর এর ঠিক একদিন পরেই নতুন এই কারফিউ জারি করা হল।
পর্তুগালের প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা এক ঘোষণায় রাত্রিকালীন কারফিউর বিষয়ে বলেন। আগামী সোমবার থেকে স্থানীয় সময় রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় এ কারফিউ কার্যকরী হবে।