
মোঃ আলমগীর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে “বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা হয়েছে। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যলয়ে আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলন করে এ কর্মসূচি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র লিয়াকত আলী টুটুল, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত সমাজ সেবা কর্মকর্তা জয়নাল আবেদিন, মোন্নাপাড়া সুরভি সঞ্চয় সমিতির সভাপতি আশরাফুন্নেছা, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বিরামপুর ইউ, সি, সি, এ লিমিটেডের সভাপতি রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানায়, সমবায়ের মাধ্যমে সরকারের ব্যপক উন্নয়ন হতে পারে। মধু চাষ, নকশীকাথা সেলাই, মেয়েদের ব্যাগ ও পার্স এসব দেশীয় পণ্য তৈরীর কাজে প্রশাসনিক ভাবে ঋণপেতে সুবিধা দেওয়া হবে। বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, সমিতি গুলোতে সরকারী কোনো অনুদান পাওয়া যায় না। সমিতি গুলো সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা অতিরিক্ত সমবায় কর্মকর্তা জয়নাল আবেদিন জানায়, এই উপজেলায় ১শ ১টি সমবায় সমিতি রয়েছে এর মধ্যে ৮৫টি সমিতির কায্যকক্র চালু রয়েছে। এতে শেয়ার মূলধন রয়েছে ১০লক্ষ টাকা আর সঞ্চয় আমানত রয়েছে ৩ কোটি ৩০ লক্ষ টাকা।