
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজে যেমন ঘন-ঘন হাত ধুবেন, মাক্স পরবেন তেমনি পরিবাররের সকল সদস্যকে একই অভ্যাস গড়ে তুলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই করোনা মোকাবেলা করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নে যত্ম প্রকল্পের আওতাধীন নারী দম্পতিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসবা বলেন।
তিনি আরো বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাসহ সকল জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিশুদের শতভাগ টিকা দান ও দম্পতিদের জন্মনিয়ন্ত্রণ সুবিধার আওতায় আনা হয়েছে।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু, বল্লমঝাড় রঘুনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ১ হাজার ৬’শ ৬০ জন নারী দম্পতিকে নদগ প্রায় ৬৫ লাখ টাকা বিতরণ করেন।
এরআগে হুইপ জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবার পরিজন নিয়ে থাকার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বিতরণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বে-সরকারি এনজিওদের মাঝে ফ্যামিলী তাবু হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারা মো. আব্দুল আউয়াল, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মৃদুল মোস্তাফি ঝন্টু, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোছা. সুলতানা ইসলাম ও মো. জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।